বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

এগিয়েছে গণস্বাস্থ্যের কিট পরীক্ষার প্রথম ধাপ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গণস্থাস্থ্যের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তে ‘জি র‌্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বিএসএমএমইউয়ের গঠিত ছয় সদস্যের কমিটির সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট গবেষণা দলের সমন্বয়কারী ড. মহিব উল্লাহ খোন্দকার বৈঠক করেন। বিএসএমএমইউয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুনের নেতৃত্বে প্রতিষ্ঠানটির ৬ সদস্য বৈঠকে অংশ নেন। 

জানা গেছে, গণস¦াস্থ্যের কিট পরীক্ষার প্রথম ধাপ এগিয়েছে। আজ বুধবার সরকারি বন্ধ থাকায় ওই কার্যক্রম আপতত বন্ধ। আগামীকাল বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউ কমিটি চিঠি দিতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে গণস্বাস্থ্যের কিটের ফলাফল পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ড. মহিব উল্লাহ খোন্দকার।

 

সর্বশেষ খবর