বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা
খুলনা

ভয়ঙ্কর হচ্ছে করোনা বাড়ছে সংক্রমণ

সামছুজ্জামান শাহীন, খুলনা

নিয়ন্ত্রণহীন বহিরাগতদের কারণে খুলনার প্রত্যন্ত এলাকাগুলোতে ছড়িয়েছে করোনাভাইরাস। এরই মধ্যে খুলনার রূপসা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। চিকিৎসক-নার্সসহ আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। এদিকে বিচ্ছিন্নভাবে পাড়া-মহল্লায় ও উপজেলাগুলোতে করোনা রোগীর সন্ধান পাওয়ায় সংক্রমণের ভীতি বাড়ছে। জানা যায়, গত ৫ মে রাতে খুলনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন জরিনা বেগম (৬৫) নামে একজন করোনা রোগীর মৃত্যু হয়। তার বাড়ি রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে। তার জ্বর-শ্বাসকষ্ট ও ডায়রিয়া ছিল। জনসমাগম এড়াতে রাতেই বিশেষ ব্যবস্থায় তাকে রূপসার বাদামতলা কবরস্থানে দাফন করা হয়। এর আগে ২২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে একই উপজেলার রাজাপুর গ্রামে নুর আলম খান (৪৩) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন অফিস জানায়, খুলনায় এ পর্যন্ত চিকিৎসক-নার্স, গার্মেন্টফেরত কর্মীসহ ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তথ্য অনুযায়ী এর বাইরে করোনা উপসর্গ নিয়ে খুলনায় মারা গেছে আরও ২২ জন। তবে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনাভাইরাস মেলেনি। খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, বহিরাগতদের নিয়ন্ত্রণ করতে না পারায় প্রত্যন্ত এলাকাগুলোতে সংক্রমণ ছড়িয়েছে। সংক্রমণ ঠেকাতে এখনই প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এদিকে বহিরাগতদের চিহ্নিত করতে পুলিশের পক্ষ থেকে তাদের অবস্থান করা বাড়িগুলোতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হচ্ছে।

তারপরও তথ্য গোপন করে তাদের অনেকে বিভিন্ন স্থানে অবস্থান করায় সংক্রমণের শঙ্কা বাড়ছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, তথ্য গোপন করে যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন, তাদের কারণেও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরাও ঝুঁকির মধ্যে পড়ছেন। তিনি করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহŸান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর