বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে পরিবর্তন হচ্ছে পুলিশের ডিউটি প্ল্যান

দায়িত্বরতদের সংখ্যা কমাল পরিবর্তন খাদ্যাভ্যাসেও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দেশে করোনা সংক্রমিতদের প্রায় ১০ শতাংশই পুলিশ। সম্মুখযোদ্ধা হিসেবে করোনাযুদ্ধে সবখানেই সবার আগে ছুটে যাচ্ছেন তারাই। কিন্তু ঝুঁকিতে পড়ছেন অনেকেই। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের সুরক্ষায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে রাজশাহীতে। একই সঙ্গে দায়িত্বরত পুলিশের সংখ্যা কমানো হয়েছে। পরিবর্তন আনা হয়েছে খাদ্যাভ্যাসেও। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, পুলিশের যে সব সদস্য দায়িত্ব পালন করছেন তাদের অনেকেই সংক্রমিত। তাই প্রত্যেক সদস্যেরই করোনা পরীক্ষা করা উচিত। যদি শুধু এটা করতে যাই তাহলে ১০ দিন লাগবে। পাশাপাশি সাধারণ মানুষেরও পরীক্ষার হার বাড়াতে হবে। করোনায় পাঁচ পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ভাবিয়ে তুলেছে সব ইউনিটকেই। তাই সদস্যদের সুরক্ষায় দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা পরিবর্তন এনেছে ইউনিটগুলো। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যদের জন্যও করোনা আশঙ্কাজনক হতে পারে বলে উদ্বেগের কথা জানিয়েছে অতিরিক্ত উপকমিশনার ও মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় ডিউটি রোস্টার নতুন করে সাজানো হচ্ছে। একই সঙ্গে ডিউটিরত পুলিশের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ জানান, করোনায় মনোবল চাঙ্গা রাখতে নিয়মিত খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা হয়েছে জেলা পুলিশে। নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যবিধি। সন্দেহভাজনদের পরীক্ষা করা হচ্ছে নমুনাও। ফেস শিল্ড, হ্যান্ড গøাভস, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান দেওয়া হয়েছে। নিয়মিত জিঙ্ক ট্যাবলেট ও ভিটামিন সি খাওয়ানো হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, বারিন্দ মেডিকেল কলেজ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সায়েন্স ল্যাবরেটরিসহ যেসব প্রতিষ্ঠানে সুবিধা আছে সেগুলোকে কাজে লাগিয়ে পরীক্ষাগুলো করতে হবে। শুধু রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালকে এত বড় কাজ চাপিয়ে দিয়ে স্বস্তির অবকাশ নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর