বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

বকেয়া দোকান ভাড়া নিয়ে চিন্তিত রংপুরের ২৫ হাজার ব্যবসায়ী

ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে স্বাগত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বকেয়া ভাড়ার জন্য চিন্তিত হয়ে পড়েছেন রংপুরের ব্যবসায়ীরা। একদিকে বকেয়া ভাড়া অপরদিকে দোকান কর্মচারীর বেতন রংপুর নগরীর প্রায় ২৫ হাজার ভাড়াটিয়া ব্যবসায়ীকে দুশ্চিতায় ফেলে দিয়েছে। এ অবস্থায় ভাড়াটিয়া ব্যবসায়ীরা দোকান ভাড়া মওকুফ চেয়েছেন। তবে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। জানা গেছে, জনগণের চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল আগামী ১০ মে থেকে চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনকে এই নির্দেশনা বাস্তবায়নে আদেশ জারি করা হয়। নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিং মল খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তে রংপুরের ব্যবসায়ীরা খুশি। রংপুর মহানগর দোকান মালিক সমিতি সূত্রে জানা গেছে, নগরীতে ছোট বড় মিলিয়ে প্রায় ৪০ হাজার দোকান রয়েছে। এর মধ্যে ২৫ হাজার দোকানই ভাড়াটিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে। নগরীতে সর্বনিম্ন ২ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত দোকান ভাড়া রয়েছে। প্রতিটি দোকানে সর্বনিম্ন দুজন থেকে সর্বোচ্চ ১৫ জন পর্যন্ত কর্মচারী রয়েছে। মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জানান, মহানগরীর প্রায় ২৫ হাজার দোকান ভাড়ায় পরিচালিত হচ্ছে। করোনা দুর্যোগে দোকান বন্ধ থাকায় এমনিতে ব্যবসায়ীরা রয়েছে বেকায়দায়। তার ওপর দোকান ভাড়া পরিশোধের চাপ। ব্যবসায়ীদের দোকান ভাড়া মওকুফের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর