শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

ঈদ সামনে রেখে সক্রিয় জাল টাকার কারবারি চক্র

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

ঈদ সামনে রেখে সক্রিয় জাল টাকার কারবারি চক্র

ঈদকে সামনে রেখে সিলেটে সক্রিয় হয়ে উঠছে জাল টাকার কারবারি চক্র। জাল টাকার ব্যবসার জন্য ইতিমধ্যে সিলেট নগরী ও বিভিন্ন উপজেলায় চক্রটি নিয়োগ দিয়েছে এজেন্ট। এসব এজেন্টের মাধ্যমে প্রতি বছরের মতো এবারও ঈদের সময় বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। জাল টাকার এক এজেন্টকে আটকের পর এমন তথ্য পেয়েছে র‌্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন। গত সোমবার বিকালে সিলেটের কানাইঘাট উপজেলার সড়কের বাজার থেকে মো. লিটন মিয়া (৩২) নামের এক যুবককে আটক করে র‌্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয় এক লাখ চার হাজার টাকার জাল নোট। সূত্র জানায়, লিটন মিয়া সিলেটে জাল নোট কারবারি চক্রের সক্রিয় সদস্য। কানাইঘাটের এজেন্টদের কাছে পৌঁছে দিতেই সে ওই টাকা নিয়ে সড়কের বাজার গিয়েছিল। এভাবে চক্রের মূল হোতারা বিভিন্ন উপজেলায় এজেন্টদের মাধ্যমে জাল নোট ছড়িয়ে দিচ্ছে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, আটক লিটন মিয়া জাল নোট কারবারি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই চক্র সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এই তথ্য যাচাই-বাছাই ও চক্রের অন্য সদস্যদের আটকে র‌্যাব চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর