শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে ত্রাণ উপকমিটির খাদ্য কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে ত্রাণ উপকমিটির খাদ্য কার্যক্রম অব্যাহত

গরিবের প্রতিনিধিদের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির খাদ্য বিতরণ -বাংলাদেশ প্রতিদিন

করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া অসহায়-গরিবদের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনায় এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ এমপি, সদস্যসচিব সুজিত রায় নন্দীর তত্ত্বাবধানে সংকট শুরু হওয়ার পর থেকেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল দুপুরে দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয় থেকে ২ হাজার পরিবারকে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এর আগে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, উপদফতর সম্পাদক মো. সায়েম খান, ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফি, বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, কৃষক লীগ নেতা ডা. মো. নজরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম, অধ্যাপক কামরুজ্জামান, আখলাকুর রহমান মাইনু, মো. হারুন অর রশীদ, মো. মাহবুব রশীদ, আকাশ জয়ন্ত জয় প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বাস্তুহারা লীগ, খিলগাঁও থানা, মতিঝিল থানা, ঢাকা দক্ষিণের ৮, ১৩, ২১ ওয়ার্ড আওয়ামী লীগ, ফোকাস বাংলা, ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সচিবালয়, দাফন-কাফন জাতীয় বাস্তবায়ন কমিটি, জাতীয় মহাশ্মশান কমিটি, ঋষি সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে খাদ্যসহায়তার প্যাকেট তুলে দেওয়া হয়। এগুলো তারা বিভিন্ন জায়গায় বিতরণ করেন। ভিডিও কনফারেন্সে ত্রাণ কমিটিকে মানুষের সহায়তা অব্যাহত রাখায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ কার্যক্রম চলমান রাখতে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। ত্রাণ উপকমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ এমপি বলেন, দলীয় সভানেত্রীর নির্দেশে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির নেতারা খাদ্যসহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন। সারা দেশেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। করোনার প্রভাব যত দিন থাকবে, দলীয় সভানেত্রীর পক্ষ থেকে এ কার্যক্রম চলমান রাখা হবে। ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও সদস্যসচিব সুজিত রায় নন্দী বলেন, খাদ্যসহায়তার পাশাপাশি আমরা টেলিমেডিসিন সেবাও দিয়ে যাচ্ছি। দলের স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও আমার (সুজিত রায় নন্দী) তত্ত্বাবাধনে চালুকৃত চিকিৎসাসেবা কার্যক্রমে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ চিকিৎসা সুবিধাপ্রাপ্ত হওয়ায় এ সেবা আরও সম্প্রসারণ ও সমৃদ্ধ করার লক্ষ্যে হটলাইন চালু করা হয়েছে। চিকিৎসাসেবা হটলাইন নম্বর ০৯৬৭৮৮৮৯৮৮৮।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর