শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

সিলেটে করোনাজয়ী ওরা পাঁচজন

ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায়

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

চারদিকে শুধুই দুঃসংবাদ। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এই গুমোটবাঁধা বিভীষিকার সময়ে সিলেটে একচিলতে সুসংবাদ নিয়ে এলেন পাঁচ করোনা আক্রান্ত ব্যক্তি। তারা এখন আর করোনায় আক্রান্ত নন। প্রাণঘাতী করোনাকে জয় করে বীরের বেশে ঘরে ফিরেছেন তারা। জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া পাঁচজন সুস্থ হয়ে উঠেছেন। তারা সবাই পুরুষ এবং যুবক বয়সী। করোনাজয়ী এই পাঁচ যুবককে গতকাল দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। হাসিমুখে গোলাপ হাতে বাড়ি ফিরেছেন তারা। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, আক্রান্ত হওয়ার পর এ পাঁচ যুবক ১৫ থেকে ২৫ এপ্রিলের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর আরও দুই দফায় তাদের করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করানো হয়। তাতে তাদের শরীরে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। পর পর দুবার পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, পাঁচ করোনাজয়ীদের মধ্যে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মেহেদি হাসানও আছেন। তার বাড়ি নারায়ণগঞ্জে। বাড়ি থেকে ফিরে ওসমানী হাসপাতালে কাজে যোগদানের কয়েক দিন পর ২৩ এপ্রিল তিনি করোনা পজিটিভি হিসেবে শনাক্ত হন। বাকি চার যুবক হলেন জামাল আহমদ, আরিফুর রহমান, আবদুল আহাদ ও খায়রুল আমিন। তাদের সবার বাড়িই সিলেট জেলায়। সিলেট জেলায় এই প্রথম করোনা আক্রান্ত কোনো রোগী সুস্থ হলেন। এদিকে, হাসপাতাল থেকে করোনাজয়ী এ পাঁচ যুবককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানানো হয়।

তাদের বিদায় জানাতে শামসুদ্দিন হাসপাতালে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ ম ল প্রমুখ। করোনাজয়ী যুবকদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভকামনা জানান তারা। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, ‘শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্তরা সার্বক্ষণিক চিকিৎসা পাচ্ছে, পুষ্টিকর খাবার পাচ্ছে। ফলে তারা সুস্থ হচ্ছে। যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, কেউ যাতে তাদের হেয় না করেন। করোনা রোগীদের প্রতি যাতে কেউ বিরূপ মনোভাব পোষণ না করেন। এটা খুবই অমানবিক কাজ হবে। করোনা আক্রান্ত বা করোনাজয়ী সবার মানসিক সমর্থন দরকার।’ বিদায়ের সময় করোনাজয়ী যুবকরাও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। চিকিৎসা ব্যবস্থা নিয়ে অসন্তুষ্টি নেই জানিয়ে তারা আন্তরিকভাবে সেবা দেওয়ায় চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর