শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সামনে ত্রাণ নিয়ে কথা কাটাকাটির জেরে যুবকদের কিল-ঘুষিতে প্রাণ হারান মোহাম্মদ বখতিয়ার সিকদার (৪৯) নামের এক আওয়ামী লীগ নেতা। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত বখতিয়ার সিকদার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বকশি সিকদার বাড়ির মনির আহাম্মদের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই ইউপি সদস্য মো. লোকমান বাদী হয়ে গতকাল হাটহাজারী থানায় একটি মামলা করেন।

তাছাড়া নিহতের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের বড় ভাই ইউপি সদস্য মো. লোকমান বলেন, আমার ছোট ভাই গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ত্রাণ বিতরণ কমিটির সচিব। গত মঙ্গলবার বিকালে সিকদার বাড়ি মসজিদ এলাকায় একই ওয়ার্ডের কয়েকজন তাদের এলাকায় সঠিকভাবে ত্রাণ বিতরণ হচ্ছে না বলে অভিযাগ করেন। এ সময় ওই স্থানে উপস্থিত বখতিয়ার সিকদার অভিযোগকারীদের বক্তব্যের আপত্তি জানায়। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু বুধবার সন্ধ্যায় আগের দিনের কথা কাটাকাটির জেরে চার-পাঁচজন বখতিয়ার সিকদারকে একা পেয়ে কিল-ঘুষি দিতে থাকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বখতিয়ার।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে একই এলাকার যুবক রানা ও মুন্নাসহ আরও ২-৩ জনের কিল-ঘুষিতে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মামলাও হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর