শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

সুবিধাবঞ্চিত ১০ হাজার পরিবারের পাশে অর্থমন্ত্রী

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মানবিক খাদ্য সহায়তা নিয়ে ১০ হাজার সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নিজ সংসদীয় আসন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) এলাকার দায়িত্বশীলদের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। চলমান করোনা পরিস্থিতিতে নিয়মিত নির্বাচনী এলাকার মানুষের খোঁজ-খবর রাখছেন অর্থমন্ত্রী। তিনি ইতিমধ্যে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কথা বিবেচনায় নিয়ে অর্থমন্ত্রী ব্যক্তিগত অর্থায়নে ১০ হাজার পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা দিয়েছেন। তার মধ্যে নাঙ্গলকোট উপজেলায় চার হাজার, সদর দক্ষিণ উপজেলায় তিন হাজার এবং লালমাই উপজেলায় তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, আলু, লবণ, পেঁয়াজ, ছোলা, সেমাই, চিনি ও সাবান।

নাঙ্গলকোটে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু, নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, অর্থমন্ত্রীর একান্ত সচিব কেএম সিংহ রতন, পৌর মেয়র আবদুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর