শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

দোকান খুললে স্বাস্থ্যবিধি মানতে হবে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে বড় দুটি শপিং মল (বসুন্ধরা ও যমুনা ফিউচার পার্ক) না খোলার সিদ্ধান্ত নিয়েছে। কেউ যদি মনে করেন দোকান খোলা ঠিক হবে না, তারা খুলবেন না। তবে যারা খুলবেন তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে  একথা বলেন।  এসময় তিনি বলেন, ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানিতে দুই দেশের মধ্যকার বিদ্যমান রেলের চারটি রুটকে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন,  তিন দিন আগে আমাদের সচিব (ড. মো. জাফর উদ্দীন) ভারতের তিনটি ডিপার্টমেন্টের সঙ্গে রেলওয়েতে কীভাবে পণ্য আনা যায় সে বিষয়ে কথা বলেছেন। আশা করছি আগামী রবিবার এ ব্যাপারে একটা ফাইনাল মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।

যাতে চারটি রুটে ভারত থেকে রেলপথে কার্গো আনা যায়। এ ক্ষেত্রে হিলি, বিরল, দর্শনা ও বেনাপোল রুট ব্যবহারের কথা বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর