শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় ৫০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির

নিজস্ব প্রতিবেদক

করোনা মোকাবিলায় ৫০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আরও ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের অনুমোদন দিয়েছে। গতকাল এই ঋণ অনুমোদন করা হয়েছে বলে ঢাকায় এডিবির কার্যালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয়। এডিবির প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের পরে খুব অল্প সময়ের মধ্যে এই ঋণ অনুমোদন করায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ সরকারের পক্ষে এডিবির প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়াকে তাৎক্ষণিভাবে ধন্যবাদ জানান। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এডিবি বাংলাদেশের উন্নয়নের মাইলফলক অর্জনে ধারাবাহিক ক্রমবর্ধমান সহায়তা প্রদান করে আসছে। এই সংকটময় পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য আমরা এডিবিকে অবিরাম সমর্থন ও সহায়তার জন্য অনুরোধ করেছিলাম। এই ক্রান্তিকালে এডিবির তাৎক্ষণিক সহায়তা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি ছিল এবং তাদের এই ৫০০ মিলিয়ন ডলার ঋণ বাংলাদেশের অর্থনীতি ও সমাজের ওপর করোনার বিরূপ প্রভাব মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর