শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

করোনায় জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক পণ্য নিষিদ্ধের দাবি

প্রধানমন্ত্রীকে বিশিষ্ট নাগরিকদের চিঠি

নিজস্ব প্রতিবেদক

জনস্বাস্থ্য সুরক্ষায় করোনাভাইরাসের মহামারী চলাকালীন তামাকজাত দ্রব্য বিপণন ও বিক্রি নিষিদ্ধ করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের শত বিশিষ্ট নাগরিক।

তারা বলেছেন, তামাকের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি এবং সংক্রমণ সহায়ক বিবেচনায় সাময়িকভাবে এই নিষেধজ্ঞা আরোপ করা হোক। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, তামাক ব্যবহারের কারণে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়। এ ছাড়া তামাকজাত দ্রব্য ফুসফুসের সংক্রমণ ও অসুস্থতা বাড়ায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, যা করোনা সংক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ইতিমধ্যে ভারত, দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানা তামাকজাত দ্রব্য সেবনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে শত বিশিষ্ট নাগরিক এই দাবি করেছেন বলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানিয়েছে তামাকবিরোধী বেসরকারি সংস্থা প্রজ্ঞা।

এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগানোর অনুরোধ জানায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর