শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

মুনতাসীর মামুন সিএমএইচএ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি ভালো আছেন, স্থিতিশীল আছেন বলে জানিয়েছেন মুগদা জেনারেল হাসপাতালের কভিড-১৯ বিষয়ক কমিটির সভাপতি ডা. মনিলাল আইচ। ডা. মাহবুবুর রহমান বলেন, তিনি এমনিতে ভালো আছেন, স্থিতিশীল আছেন, তবে কাশিটা একটু বেড়েছে। ‘উনি যে খারাপ আছেন তা নয়, কিন্তু কভিড আক্রান্ত রোগী যে কোনো সময় ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে’। গত ৩ মে অধ্যাপক মুনতাসীর মামুনকে করোনার উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 পর দিন তার নমুনা সংগ্রহে কভিড-১৯ পজিটিভ আসে। সেদিনই তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়। অবস্থার উন্নতি হওয়ায় তাকে আবার কেবিনে স্থানান্তর করা হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর