শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রাম ও সিলেটের মার্কেট খুলছে না ঈদের আগে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

করোনাভাইরাস প্রাদুর্ভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলছে না চট্টগ্রাম নগরীর ১১ অভিজাত শপিং সেন্টার। শুক্রবার নগরীর বিভিন্ন শপিং সেন্টার দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, গতকাল বিকালে নগরীর মিমি সুপার মার্কেট পার্কিং প্রাঙ্গণে চট্টগ্রামের ১১টি মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী নেতারা বৈঠকে বসেন। বৈঠকে আগামী ৩১ মে পর্যন্ত ১১টি শপিং সেন্টার না খোলার বিষয়ে সিদ্ধান্ত নেন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা। মার্কেটগুলোর অন্যতম হচ্ছে- সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, ফিনলে স্কয়ার, আফমি প্লাজা, চিটাগাং শপিং কমপ্লেক্স, কল্লোল সুপার মার্কেট, আমিন সেন্টার, সেন্ট্রাল প্লাজা, খুলশী কনকর্ড টাউন সেন্টার।

নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে সিলেটে পবিত্র ঈদুল ফিতরের আগে কোনো মার্কেট না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল নগরভবনে মেয়র আরিফুল হক চৌধুরীর আহ্‌বানে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কেট সমিতি ও ব্যবসায়ী সংগঠনের নেতারা এ ব্যাপারে একমত হয়েছেন। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বারের সভাপতি এটিএম সুয়েবসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর