শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

বাগেরহাটে রাস্তায় সন্তান প্রসব, ক্লিনিকে ভর্তি করল পুলিশ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট শহরের দাশপাড়া মোড়ে গতকাল ভোরে উন্মুক্ত স্থানে হতদরিদ্র এক কৃষকের গর্ভবতী স্ত্রী নিপা মন্ডল (২৪) শিশুকন্যা প্রসব করেছেন। এ অবস্থা দেখতে পেয়ে এক ব্যক্তি ৯৯৯ নম্বরের জরুরি সেবায় মোবাইল করলেই ছুটে এসে কন্যাসহ প্রসূতি মাকে পাশের মুক্তি ক্লিনিকে ভর্তি করেছে পুলিশ। বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ আছেন বলে জানিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। বর্তমানে চিতলমারী উপজেলায় বোরো ধান কাটায় ব্যস্ত থাকা মোরেলগঞ্জ উপজেলার ল²ীখালী গ্রামের হতদরিদ্র কৃষক অমৃত মন্ডল। এ অবস্থায় তার গ্রামের বাড়ি ল²ীখালীতে থাকা সন্তানসম্ভবা স্ত্রী নিপা মন্ডলের প্রসব বেদনা ওঠে মধ্যরাতে। তখন চিকিৎসার জন্য তাকে সুদূর ল²ীখালী গ্রাম থেকে পরিবারের মেয়ে সদস্যরা একটি রিকশাভ্যানে করে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেন। বাগেরহাট শহরের দাশপাড়া মোড়ে মুক্তি ক্লিনিকের কাছে এসেই রাস্তার ওপর বাচ্চা প্রসব করেন ওই মা।

 রাস্তা দিয়ে হেঁটে চলা এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে দ্রুত পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। ৯৯৯ থেকে বিষয়টি বাগেরহাট মডেল থানা পুলিশকে জানানো হলে দ্রুত গাড়ি নিয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে কন্যাসহ প্রসূতি মাকে পাশের মুক্তি ক্লিনিকে নিয়ে ভর্তি করে দেয়। মুক্তি ক্লিনিকের মালিক ডা. এসকে কাইউম জানান, মা ও শিশু উভয়ই এখন সুস্থ আছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর