শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

সরকার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে : রিজভী

টঙ্গী প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লকডাউন তুলে দিয়ে সরকার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে, গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে, তখন সরকার লকডাউন তুলে দিয়েছে। গতকাল দুপুরে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে টঙ্গী বাজার এলাকায় ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, করোনা টেস্ট করার কোনো পর্যাপ্ত মেডিকেল সহায়তা নেই। এটা সরকার খেয়াল করছে না। মানুষের জীবন তাদের কাছে বড় নয়। তাদের কাছে টাকা অনেক বড়। এ ছাড়া পর্যাপ্ত মেডিকেল ইকুইপমেন্ট না পেয়ে ডাক্তার, নার্স মারা যাচ্ছে। যারা প্রতিবাদ করছে তাদের বরখাস্ত কিংবা চাকরিচ্যুত করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, করোনায় ঝুঁকিতে আছে বাংলাদেশ।

কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রীর কোনো ভ্রুক্ষেপ নেই। বর্তমানে আমরা সরকারে নেই, আমরা সরকারের জুলুমের মধ্যে আছি। আমাদের অনেক ছাত্রদল যুবদল নেতাকে গ্রেফতার করছে। কেন তারা মানুষকে ত্রাণ দিচ্ছে। অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের সময় গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সরকার জাবেদ আহমেদ, গাজীপুর মহানগর যুবদলের সভাপতি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভাট, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর