রবিবার, ১০ মে, ২০২০ ০০:০০ টা

চমেকে করোনা পরীক্ষায় ল্যাব উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) বায়োকেমিস্ট্রি ল্যাবে চালু করা হয়েছে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাব। গতকাল সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির, চমেক অধ্যক্ষ ডা. শামীম হাসান, চমেক হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল ডা. এস এম হুমায়ুন কবির, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মোহাম্মদ মুজিবুল হক খান প্রমুখ। আজ রবিবার থেকে করোনার নমুনা পরীক্ষা শুরু হবে। এটি করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের তৃতীয় ল্যাব।  উদ্বোধনকালে মেয়র বলেন, ‘ল্যাবে দায়িত্বপ্রাপ্ত সবাই নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন। চমেকের এই ল্যাব স্থাপনের জন্য যারা সহযোগিতা করেছেন  তাদের প্রতি কৃতজ্ঞ। অনেক প্রচেষ্টার পর এই পিসিআর ল্যাব স্থাপিত হয়েছে। পিসিআর ল্যাবে প্রতিদিন  নমুনা টেস্ট করা হবে। জনবল ও অভিজ্ঞতা বাড়লে  টেস্টের সংখ্যাও বৃদ্ধি হবে।’ মেয়র বলেন, ‘শুধু চিকিৎসকের পরামর্শ থাকলেই করোনা পরীক্ষা করতে আসবেন। সাধারণ অসুস্থতা নিয়ে অহেতুক ভিড় করবেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর