সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

বরিশালে মার্কেট খুলছে না ঈদেও

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে সিটি মেয়রের আহ্‌বানে সারা দিয়ে দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। দোকান খোলা রাখার পূর্ব সিদ্ধান্ত থাকলেও জনস্বার্থের কথা বিবেচনা করে মেয়রের আহ্‌বানে দোকান বন্ধ রেখেছেন তারা। এদিকে সপ্তাহের প্রথম ব্যাংকিং দিবসে গতকাল বরিশালের সরকারি-বেসরকারি প্রতিটি ব্যাংকে ছিল উপচেপড়া ভিড়। দিনের প্রথমভাগে রাস্তাঘাটেও ছিল প্রচুর মানুষ। তবে দুপুরের পর আস্তে আস্তে রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সকাল ৯টার দিকে নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র চকবাজার, লাইনরোড, কাঠপট্টি এবং পদ্মাবতী এলাকায় জড়ো হন ব্যবসায়ীসহ দোকান কর্মচারীরা। গত শনিবার গভীর রাতে সিটি মেয়রের সঙ্গে বৈঠকে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ওই রাতে অনেকেই জানতে পারেননি।  বরিশাল চকবাজার-লাইনরোড-কাটপট্টি-পদ্মাবতী ব্যবসায়ীক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম জানান, ব্যবসায়ীরা দোকান খোলা রাখতে চায় ব্যবসার জন্য। তারা হয়তো দোকান খুলতোও। কিন্তু সিটি মেয়রের আহ্‌বানে সারা দিয়ে করোনা সংক্রামণের হাত থেকে নগরবাসীকে রক্ষা করতে তারা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যথাসময়ে উপযুক্ত নির্দেশনা দেওয়ায় সিটি মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বৃহত্তর স্বার্থে যথাসময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানান সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

এদিকে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীদের একাধিক প্রতিনিধি দল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে তদারকি করবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতা শেখ আব্দুর রহিম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর