সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

সিলেটে লকডাউনের মধ্যে বাড়ছে সহিংসতা

মানসিক হতাশা থেকেই এমনটা হচ্ছে

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

মার্চ মাসের ২৬ তারিখ থেকে সিলেটসহ সারা দেশে সাধারণ ছুটি চলছে। ১১ এপ্রিল থেকে সিলেটে রয়েছে লকডাউন। সরকারি ছুটি আর লকডাউনে সিলেটে বেড়ে গেছে পারিবারিক ও সামাজিক সহিংসতার ঘটনা। গেল জানুয়ারিতে সহিংসতার ঘটনায় সিলেটে যতো মামলা হয়, শুধু এপ্রিলেই তার চেয়ে দ্বিগুণ মামলা হয়েছে। সমাজ বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ঘরবন্দি থাকায় মানুষের মানসিক চাপ বাড়ছে, মেজাজ খিটখিটে হচ্ছে। যার প্রতিক্রিয়া হিসেবে বাড়ছে সহিংসতার ঘটনা। সিলেট জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গত জানুয়ারি মাসে বিভিন্ন অপরাধের ঘটনায় সিলেট জেলায় মামলা হয় ২২২টি। এর মধ্যে পারিবারিক ও সামাজিক সহিংসতা তথা দুই ভাইয়ে বিরোধ, দুই পরিবারে বিরোধ, বাড়ির সীমানা নিয়ে মারামারি, জমি নিয়ে মারামারি- ধরনের ঘটনায় মামলা ছিল ৩২টি। ফেব্রুয়ারি মাসে জেলায় মোট ২২০টি মামলার মধ্যে মারামারি, বিরোধ প্রভৃতি ঘটনায় ৪১টি মামলা ছিল। জেলা পুলিশ জানায়, এপ্রিল মাসে পারিবারিক বিরোধ, জায়গা-জমি নিয়ে বিরোধ, দুই ভাইয়ে মারামারি এসব ঘটনা বেড়ে গেছে। এপ্রিলে সিলেটে অন্যান্য অপরাধে মামলার সংখ্যা ৯৪টি, আর পারিবারিক আর সামাজিক সহিংসতার মামলা ৬৪টি! চলতি মে মাসেও পারিবারিক, সামাজিক বিরোধের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন বলেন, ‘করোনাভাইরাসের কারণে মানুষ ঘরবন্দি। টানা ঘরবন্দি থাকাটা একদিকে মানসিক চাপের বিষয়, মেজাজকে খিটখিটে করে দিচ্ছে; অন্যদিকে কাজ না থাকায় মানুষ নিজের সহায়-সম্পত্তির দিকে নজর দিচ্ছে। এসবের ফল দাঁড়াচ্ছে পারিবারিক ও সামাজিক সহিংসতা।’

 

 তিনি বলেন, ‘অন্যভাবে যদি দেখি, নিম্নবিত্ত মানুষেরা অর্থনৈতিক সংকটে আছে। তাদের কাজ নেই, আয় বন্ধ। পরিবারকে আর্থিক সহযোগিতা তারা করতে পারছে না। এই হতাশা মানুষের মানসিক অবস্থাকে সহিংস করে তুলছে। আবার মধ্যবিত্তেও টানাপোড়েন চলছে। মানুষ কাজে যেতে পারছে না, একই পরিবেশে তাকে সর্বক্ষণ থাকতে হচ্ছে যা মানসিক চাপ বাড়াচ্ছে। এছাড়া মূল্যবোধের জায়গাগুলোতেও ক্ষয় হয়েছে। সবমিলিয়ে করোনা আমাদের পারিবারিক, সামাজিক জীবন ব্যবস্থায় গভীর নেতিবাচকতা তৈরি করছে।’

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, ‘সরকারি ছুটি আর লকডাউনের মধ্যে পারিবারিক, সামাজিক বিরোধের ঘটনা অনেক বেড়ে গেছে। জানুয়ারিতে এ ধরনের অপরাধে মামলা ছিল ৩২টি, এপ্রিলে দ্বিগুণ বেড়ে হয়েছে ৬৪টি। মানুষ দীর্ঘ সময় ধরে নিজের বাসা-বাড়িতে অবস্থান করছে। এই সময়ে জমির সীমানা নিয়ে মারামারি হচ্ছে, বাড়ির সীমানা নিয়ে বিরোধ হচ্ছে, দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর