সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউন খোলায় গণসংক্রমণের সুযোগ সৃষ্টি হয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সরকার লকডাউন খুলে দিয়ে গণসংক্রমণের সুযোগ সৃষ্টি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানুষের কী হবে, সরকার সে চিন্তা না করে লকডাউন খুলে দিয়েছে, দোকানপাট খুলে দিয়েছে। চার মাস মানুষকে খাওয়ানো যেত। এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু সরকার সেদিকে যায়নি। মানুষের জীবন সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয়। লকডাউন খুলে দেওয়ায় সারা দেশে গণসংক্রমণ হচ্ছে। গণসংক্রমণ রোধ করা যেত। সরকার তা না করে, আরও বিস্তার করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। গতকাল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় রিজভী আহমেদ এসব কথা বলেন। রিজভী আহমেদ আরও বলেন, আমরা সরকারের ত্রাণ পাই না। তারপরও নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি, ত্রাণ বিতরণ করছি।

সারা  দেশে ১৩ লাখ পরিবারকে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। বিএনপি মানুষের কল্যাণের রাজনীতি করে। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলের নেতা-কর্মীরা ত্রাণ সহায়তা করছে। সরকারের এটা সহ্য হচ্ছে না। এ জন্য বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। অনেক সাংবাদিক ও ব্লগারকে ডিজিটাল আইনে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর