সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

ভার্চুয়াল কোর্ট দেশে নতুন অধ্যায়ের সূচনা করেছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারিক কার্যক্রম  পরিচালনার উদ্দেশ্যে প্রণীত ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ তথা ভার্চুয়াল কোর্ট পরিচালনা আইন একটি যুগান্তকারী আইন। এটি বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা করল। গতকাল সন্ধ্যায় বনানীর বাসভবন থেকে ভিডিওবার্তায় এ কথা বলেন আইনমন্ত্রী। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল কোর্ট বসিয়ে তাদের আদালত পরিচালনার কথা চিন্তা করে। বাংলাদেশ খুব একটা পিছিয়ে নেই। সাক্ষ্য আইন সংশোধন হওয়ার পর এই অধ্যাদেশে ক্ষমতাবলে বিচারিক কাজগুলো শুরু করা যাবে। তখন নি¤œ আদালত এবং বিচারিক আদালত তথ্যপ্রযুক্তি মাধ্যম ব্যবহার করে ট্রায়াল, সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শুনতে পারবে এবং রায় প্রদান করতে পারবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর