মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

স্বামীর পিকআপে ফিরলেন করোনা আক্রান্ত নারী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ঢাকার কামরাঙ্গীরচর থেকে স্বামীর সঙ্গে পিকআপে খুলনার দিঘলিয়ায় এসেছিলেন পলি খাতুন (৩১)। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে করোনা পরীক্ষার জন্য শনিবার সকালে নমুনা দিয়ে তিনি দিঘলিয়ার সেনহাটিতে অসুস্থ বোনকে দেখতে যান। তারপর সেখান থেকে স্বামীর পিকআপে ফিরে যান ঢাকায়। এদিকে একদিন পর রবিবার বিকালে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় পলির। এরপরই টনক নড়ে প্রশাসনের। রাতেই পুলিশ ও স্বাস্থ্য বিভাগের একটি টিম ছুটে যায় দিঘলিয়ার সেনহাটিতে। কিন্তু সেখানে তাকে না পেয়ে তার বোনের বাড়ি লাল পতাকা টাঙিয়ে লকডাউন ঘোষণা করা হয়। বিষয়টি ওই এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে।

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ওই নারী দিঘলিয়ায় তার অসুস্থ বোনকে দেখতে এসেছিলেন। প্রশাসনের ঝামেলা এড়াতে তিনি খুমেক হাসপাতালে করোনা পরীক্ষা করতে নমুনা দেন। কিন্তু তার শরীরে কোনো ধরনের করোনা উপসর্গ না থাকায় তাকে আইসোলেশনে রাখা হয়নি। পরে নমুনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়লে ঢাকার কামরাঙ্গীরচরের পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাকে দ্রুত হোম কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য বলা হয়েছে। এদিকে পলির সঙ্গে ঢাকা থেকে তার আত্মীয় তানিয়া (২৬) নামে আরও একজন এসেছেন। তবে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। খুলনার পলির সংস্পর্শে থাকা আরও ছয় জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, পলি কয়েকদিন ঢাকায় পরীক্ষা করাতে ব্যর্থ হয়ে খুলনায় এসে পরীক্ষা করিয়ে আবার ঢাকায় চলে গেছেন। ঢাকায় একটি চুড়ি তৈরির কারখানায় কাজ করেন পলি খাতুন। এদিকে খুলনার ল্যাবে এ পর্যন্ত ৩ হাজার ২১৭টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনা শনাক্ত হওয়া অধিকাংশই বহিরাগত বলে জানিয়েছেন খুলনা সিভিল সার্জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর