মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

করোনা সংকটে বসুন্ধরার সহায়তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে

- আ স ম আবদুর রব

নিজস্ব প্রতিবেদক

করোনা সংকটে বসুন্ধরার  সহায়তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে

করোনাভাইরাস সংকটে বসুন্ধরা গ্রুপের ব্যাপক সহযোগিতায় অভিনন্দন জানিয়েছেন স্বাধীন বাংলার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাসের লড়াইয়ের শুরু থেকেই বসুন্ধরা গ্রুপের ব্যাপক সহযোগিতা, সহমর্মিতা বাংলাদেশে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশেষ করে করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল তৈরিতে সরকারকে স্থাপনা সহযোগিতা করা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা প্রদান, সামরিক চিকিৎসা সার্ভিস, নৌবাহিনী, বিজিপি, পুলিশকে মাস্ক ও পিপিই প্রদান, অসহায় নিরন্ন মানুষের জন্য খাদ্য সহায়তা অন্যতম। বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, বসুন্ধরা গ্রুপের এই মানবিক কার্যক্রম দেশবাসীকে বেশ আশাবাদী করেছে, সাহস জুগিয়েছে। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এই অবদান দেশবাসী কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে। আমি আশা করছি বসুন্ধরা গ্রুপ বিপন্ন অসহায় মানুষের পাশে সর্বশক্তি দিয়ে শেষ দিন পর্যন্ত সহযোগিতা করে যাবে এবং অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান এই সংকট মোকাবিলায় এগিয়ে আসার অনুপ্রেরণা পাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর