মঙ্গলবার, ১২ মে, ২০২০ ০০:০০ টা

দেশে ফিরলেন লন্ডনে আটকেপড়া ১১৪ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক

দেশে ফিরলেন লন্ডনে আটকেপড়া ১১৪ বাংলাদেশি। গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ১১৪ যাত্রীর মধ্যে শিক্ষার্থী ও পর্যটনের জন্য লন্ডনে যাওয়া ব্যক্তিরা রয়েছেন। বিশজুড়ে করোনাভাইরাস ভয়াবহ রূপ নেওয়ার আগে তারা লন্ডনে গিয়েছিলেন। লকডাউনের কারণে আটকা পড়ে যান। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গত ৮ মে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যুক্তরাজ্য সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে করোনা সুরক্ষা সামগ্রী, টাটকা সবজি ও মৌসুমি ফল পাঠায় সরকার। সেই ফ্লাইটেই তাদের নিয়ে আসা হয়েছে। বিমানবন্দর সূত্র আরও জানিয়েছে, যুক্তরাজ্যফেরত এসব যাত্রী সেখান থেকে স্বাস্থ্যসনদ নিয়ে ফিরেছেন।

তাদের কারও শরীরে করোনার সংক্রমণ নেই। বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পর তাদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর