বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

উপকূলীয় জেলে পরিবারে খাদ্য সহায়তা দিচ্ছে নৌবাহিনীর ৭ জাহাজ

নিজস্ব প্রতিবেদক

উপকূলীয় জেলে পরিবারে খাদ্য সহায়তা দিচ্ছে নৌবাহিনীর ৭ জাহাজ

করোনা মোকাবিলায় নৌবাহিনী জাহাজ কপোতাক্ষ সমুদ্র ও উপকূলীয় জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছে -আইএসপিআর

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় দেশের সমুদ্র এবং উপকূলীয় দরিদ্র ও অসহায় জেলে পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সাতটি জাহাজ। আইএসপিআর জানায়, জাহাজের নৌসদস্যরা এসব হতদরিদ্র জেলে পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি তারা জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন দিক-নির্দেশনা দিচ্ছেন। নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান সেন্টমার্টিনে, বানৌজা শাহজালাল কক্সবাজারে, বানৌজা সাগর ও দুর্জয় ভাষানচরে, বানৌজা নিশান হাড়বাড়িয়ায় এবং বানৌজা কর্ণফুলী ও কপোতাক্ষ বরিশালে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব জাহাজ গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল প্রদানের পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলারগুলোকে মাইকিং করে সতর্ক করছে।

এ ছাড়া টেকনাফ, সন্দীপ ও হাতিয়ার চরাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোর বাড়ি বাড়ি গিয়ে নৌসদস্যরা স্থানীয় অসহায় ও দুস্থ জেলে পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা প্রদান করছেন।

সর্বশেষ খবর