বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে সাধারণ মানুষের জ্বর, সর্দি, কাশিসহ নানা রোগের চিকিৎসাসেবা, ফ্রি ওষুধ বিতরণ ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে সেনাবাহিনীর মেডিকেল টিম। গতকাল রাজশাহী মহানগরীর পাঠানপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে এলাকার লোকজন গিয়ে চিকিৎসাসেবা নেন। চিকিৎসা কেন্দ্রে কর্মরত কর্মকর্তারা জানিয়েছেন, বগুড়া ১১ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে রাজশাহীতে সপ্তাহে এক দিন সাধারণ মানুষের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র স্থাপন করে জ্বর, সর্দি, কাশিসহ নানা রোগে আক্রান্তদের চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। এ ছাড়া যারা জটিল রোগে আক্রান্ত তারা কোথায় কীভাবে চিকিৎসা নিতে পারবেন সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। চিকিৎসাসেবা নিতে আসাদের করোনাভাইরাস বিষয়ে সচেতন করাসহ হাত ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি সাধারণ মানুষ।

সর্বশেষ খবর