বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

৬ জুন একাদশে ভর্তি কার্যক্রম শুরুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল  ঘোষণা করা হলে আগামী ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-অর-রশিদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান। তিনি বলেন, এসএসসির ফল প্রকাশের ওপর একাদশে ভর্তির বিষয়টি নির্ভর করছে। কভিড-১৯ মহামারীর মধ্যে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সময়মত ঘোষণা করা সম্ভব হয়নি। তবে মে মাসের মধ্যে এই পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে। ১০ মে থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরুর সব ধরনের প্রস্তুতি থাকলেও মাধ্যমিকের ফল প্রকাশ না হওয়ায় কলেজে ভর্তির নীতিমালাই জারি করা হয়নি। এসএসসির ফল ঘোষণার পর মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কলেজে ভর্তির সূচি ঘোষণা করা হবে বলে জানান অধ্যাপক হারুন।

সর্বশেষ খবর