বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ০০:০০ টা

বাজেটে বরাদ্দ দাবি স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সরকারিকরণের জন্য আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দের দাবি জানিয়েছে। গতকাল ঢাকায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে বংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির নেতারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, বোর্ডের শর্ত পূরণ সাপেক্ষে মাদ্রাসাগুলো রেজিস্ট্রেশনপ্রাপ্ত হয়। রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মোতাবেক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কিন্তু ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা তেমন বেতন-ভাতা পায় না। সমিতির সহসভাপতি মাওলানা এ বি এম আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহাসচিব কাজী মোখলেছুর রহমান, যুগ্ম মহাসচিব আবু মুসা ভূঁইয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর