শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

শিশুদের সঙ্গে নিয়ে মার্কেটে নারীরা

বরিশাল

রাহাত খান, বরিশাল

করোনা সংক্রমণের ঝুঁকি জেনেও বরিশালের ঈদবাজারে ভিড় করছেন ক্রেতারা। অন্যদের গা-ঘেঁষে পছন্দের পোশাক-কাপড়-পণ্য কিনছেন তারা। স্বাস্থ্যবিধি পালন করতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন দোকানিরা। এ ক্ষেত্রে প্রশাসনের আরও নজরদারি চান ব্যবসায়ী নেতারা। আর এই অবস্থা চলতে থাকলে ফের দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। কঠোর লকডাউনের মধ্যেও চোর-পুলিশ খেলার মতো কিছু দোকানপাট খুলেছে বরিশালে। গতকাল ক্রেতার উপস্থিতি ছিল আগের দিনের চেয়ে অনেক বেশি। ঈদবাজারে কোনো দোকানে স্বাস্থ্যবিধি মানা হয় না এবং এতে ক্রেতা-বিক্রেতা সবাই করোনা সংক্রমণ হতে পারে স্বীকার করলেও কেনাকাটা থেমে নেই ক্রেতাদের। ঈদবাজারে অতীতের মতো নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। শিশুরাও আসছে মায়েদের সঙ্গে। চকবাজারের মমতা শপিং কমপ্লেক্সের পরিচালক মো. জিয়াউল আলম হালিম জানান, করোনা এড়াতে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না। নিয়ম-শৃঙ্খলা রক্ষায় নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন তারা। দোকান খোলা থাকলে ঈদবাজারে স্বাস্থ্যবিধি রক্ষার উপায় নেই বলে মন্তব্য করেন তারা। মেয়রের অনুরোধে ব্যবসায়ী সমিতি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও আশপাশের অন্যান্য ব্যবসায়ীদের মানানো যায়নি এবং এ কারণে সবাই দোকান খুলেছে বলে দাবি করেন নগরীর চকবাজার-কাঠপট্টি-পদ্মাবতী ব্যবসায়িক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, বরিশালের ঈদবাজারে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না বা মানার ব্যাপারে আগ্রহ কম। অবস্থার পরিবর্তন না হলে, কেনাকাটা বন্ধ (মার্কেট বন্ধ) হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সর্বশেষ খবর