শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ ছেড়ে গেলেন ১৯৭ থাই নাগরিক

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে থাইল্যান্ডের আরও ১৯৭ জন নাগরিক বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন। ঢাকাস্থ থাই দূতাবাসের উদ্যোগে গতকাল থাই লায়ন এয়ারের একটি বিশেষ ফ্লাইটে (ফ্লাইট নম্বর ২২২৫) তাদের নিজ দেশে পাঠানো হয়। ফ্লাইটি সকাল ১১টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানবন্দরে এ সময় রাষ্ট্রদূত এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাই নাগরিকদের বিদায় জানান। থাই দূতাবাস গত ১৭ এপ্রিল প্রথমবারের মতো একটি ফ্লাইটে ৩৫ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠায়।

 প্রয়োজনে এ রকম বিশেষ ফ্লাইটের উদ্যোগ আরও নেওয়া হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে থাই দূতাবাস।

থাই নাগরিকদের স্বাচ্ছন্দ্যে দেশে ফেরত পাঠানোয় সর্বাত্মক সহযোগিতা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ঢাকাস্থ থাই দূতাবাস।

সর্বশেষ খবর