শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

বরিশালে প্রথম দিনে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেলেন ১২৬ জন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়েছেন বরিশালের ১১ জন উপকারভোগী। গতকাল বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১ জনকে মোবাইল ব্যাংকিং ‘নগদের’ মাধ্যমে আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়। এই ১১ জনসহ জেলায় গতকাল প্রথম দিন ১২৬ জনকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। জেলায় মোট ১ লাখ ৩০ হাজার মানুষকে এ সহায়তা দেওয়া হবে। এর মধ্যে বরিশাল জেলায় সুবিধাভোগী ৯০ হাজার এবং সিটি করপোরেশন এলাকায় ৪০ হাজার জন। ঈদের আগেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সবার হাতে এ অর্থ পৌঁছে যাবে বলে জানালেন জেলা প্রশাসক। নগদ অর্থ নিতে আসা ১১ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

সর্বশেষ খবর