শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

সিলেটে দুই মার্কেট ঘিরে করোনাতঙ্ক!

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সরকারি সিদ্ধান্ত অনুসারে ১০ মে থেকে মার্কেট, দোকানপাট খোলা রাখা যাবে। তবে করোনার সংক্রমণ ঠেকাতে সিলেটের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে সব মার্কেট বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেন। ফলে ১০ মে থেকে সিলেটের সিংহভাগ মার্কেটই খোলা হয়নি। কিন্তু ব্যতিক্রম হাসান মার্কেট এবং লালদিঘী (পুরাতন) হকার্স মার্কেট। অন্য সব ব্যবসায়ীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ দুই মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট খুলছেন। এ দুই মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড়ও দেখা যাচ্ছে। ফলে এখান থেকে করোনার সংক্রমণ হতে পারে বলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। জানা গেছে, গত ৮ মে সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ওই বৈঠকে ১০ মে থেকে সিলেট মহানগরীতে কোনো মার্কেট না খোলার সিদ্ধান্ত নেন সবাই।

তবে বৈঠকে বন্দরবাজারস্থ হাসান মার্কেট ও লালদিঘী হকার্স মার্কেটের কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। এ দুই মার্কেটের বেশকিছু ব্যবসায়ী ১০ মে থেকে দোকানপাট খোলা শুরু করেন। প্রতিদিনই দোকানপাট খোলার সংখ্যা বাড়ছে। অন্য সব মার্কেট বন্ধ থাকায় এ দুই মার্কেটে স্বাভাবিক সময়ের চাইতেও বেশি ভিড় প্রত্যক্ষ করা গেছে। মার্কেটে কেনাবেচায় কোনো ধরনের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, নেই পর্যাপ্ত স্যানিটাইজারের ব্যবস্থাও। অসংখ্য মানুষকে মাস্ক ছাড়াই কেনাকাটা করতে দেখা গেছে। ফলে এ দুই মার্কেটকে ঘিরে সিলেটের সাধারণ মানুষের মধ্যে করোনাতঙ্ক বিরাজ করছে।

লালদিঘী (পুরাতন) হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কবির আহমদ বলেন, ‘আমরা বৈঠক করে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে বেশিরভাগ ব্যবসায়ী তা মানতে নারাজ। সরকারের শিথিলতা থাকায় আমরাও কড়াকড়ি কিছু করতে পারছি না।’

হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রইছ আলী বলেন, ‘আমরাও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে অনেকেই খুলে ফেলেছেন। সবাইকে বুঝিয়ে মার্কেট বন্ধ রাখার প্রক্রিয়া চলছে।’

সর্বশেষ খবর