শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

দুর্গম এলাকায় অস্ত্র কারখানা, দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। অভিযানে ওই কারখানার প্রধান কারিগর মো. রোকন ও তার সহযোগী আবদুলকে গ্রেফতার করা হয়েছে। কারখানা থেকে চারটি দেশে তৈরি ওয়ান শুটারগান, তিন রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

 গতকাল ভোররাতে চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়া সামীন্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেরা নামক দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক মাহমুদুর হাসান মামুন বলেন, কয়েক বছর আগে থেকে দুর্গম এলাকায় রোকন অস্ত্র তৈরির এ কারখানাটিতে অস্ত্র তৈরি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম, অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

তিনি বলেন, দুর্গম পাহাগে কারখানায় অস্ত্র তৈরি করে পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ পাশের বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করা হতো। অস্ত্র ক্রেতাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর