শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

অসম বিয়ে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দূর সম্পর্কের ১৮ বছর বয়সী নাতনিকে বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক। তার বয়স প্রায় ৬০ বছর। আবদুল মালেক রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের সভাপতিও। এই নেতার অসম বিয়েতে বিব্রত দলের স্থানীয় নেতারা। জানা গেছে, মেয়র আবদুল মালেকের বাড়ি পৌরসভার সূর্যপাড়া মহল্লায়। তার ১৮ বছর বয়সী স্ত্রী শারমিনের বাবার বাড়ি আর মেয়রের বাড়ি সামনাসামনি। শারমিনের বাবা ফজলুর রহমান মেয়রের বাড়িতেই কাজ করতেন। স্কুলপড়ুয়া শারমিন মেয়রকে নানা ডাকত। দুই বছর আগে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন মেয়র। এ নিয়ে স্ত্রী-সন্তানদের তোপের মুখে পড়েন মালেক। তার দুই ছেলে ফজলুর রহমানের বাড়িতে হামলাও চালিয়েছেন। কিন্তু বছরখানেক আগে কোর্টে গিয়ে চুপিসারে বিয়ের কাজটি সেরে ফেলেন মেয়র। তখন বাগমারার চানপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পাস করেছে মেয়েটি। বিয়ের পর মেয়র ভবানীগঞ্জ বাজারে একটি বাড়ি ভাড়া করে তাকে রাখেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আগে তিনি মেয়রের বিয়ের খবরটি শোনেননি। তবে এখন শুনেছেন। এনিয়ে কোনো অভিযোগ পাননি বলেও জানান তিনি। শারমিনকে বিয়ের কথা স্বীকার করেন মেয়র আবদুল মালেক। তবে এখন শারমিন তার সঙ্গে থাকতে চাচ্ছে না বলে দাবি করেন তিনি। বলেন, ‘ছোট মেয়ে, সংসার করতে পারবে না। সে জন্য সে তার বাবার বাড়িতেই আছে।’বিয়ের সময় শারমিনের বয়স ১৮ ছিল বলে দাবি করেন মেয়র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর