শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

নোয়াখালীতে ফের লকডাউন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক তন্ময় দাস জেলায় আবার লকডাউন আরোপ করেছেন। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বেগমগঞ্জ, সদর, সোনাইমুড়ীসহ বিভিন্ন উপজেলায় দিন দিন করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়। গতকাল সকাল থেকে লকডাউন কার্যকর হয়েছে। চলবে অনির্দিষ্টকালের জন্য। এ ব্যাপারে জেলা প্রশাসক এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার নির্দেশনা মানছেন না জেলার ব্যবসায়ীরা। এদিকে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী। একপর্যায়ে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর (নোয়াখালী-৪) অনুরোধে ফের লকডাউনের নির্দেশ দেওয়া হয়। তবে ফার্মেসি, মুদি, কাঁচাবাজারসহ অন্যান্য পরিষেবা খোলা থাকবে।শুক্রবার ঘুরে দেখা যায়, পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা লকডাউন বলবৎ করতে বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে রয়েছেন। বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। চলছে মাইকিং ও পুলিশের টহল।

জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে আবারও লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে ১১ এপ্রিল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। পরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কিছুটা শিথিল করা হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর