শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

ভারতফেরত যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দর দিয়ে ভারতফেরত যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার পূর্বের আদেশ স্থগিত করে ভারতফেরত যাত্রীদের প্রাথমিক পরীক্ষা শেষে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে, তাদের নির্দেশ দেওয়া হয়েছে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের অফিসার ডা. আবু তাহের জানান, লকডাউনের কারণে ভারতে আটকে পড়া যেসব বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফিরছিলেন তাদের প্রত্যেককে স্থানীয় পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টার ও ঝিকরগাছার গাজীর দরগাহে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছিল। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে  এ পর্যন্ত ৫ শতাধিক যাত্রী অবস্থান শেষে নিজ বাড়িতে ফিরেছেন। নতুন সরকারি নির্দেশনা মোতাবেক হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।

তবে কেউ করোনার সন্দেহজনক হলে তাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। যারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন তারা নিয়ম মানছেন কিনা তা খোঁজখবর নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩৬ দিনে বেনাপোল স্থলপথে ভারত থেকে ফিরেছেন ৩ হাজার ৬২৪ জন। তাদের প্রায় সবাই ছিলেন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

সর্বশেষ খবর