শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

ঈদের ছুটিতে গাজীপুর সিটি এলাকায় শতভাগ লকডাউন চান মেয়র

গাজীপুর প্রতিনিধি

ঈদের ছুটিতে গাজীপুর সিটি এলাকায় একটানা ১৫ দিন শতভাগ লকডাউন কার্যকর করার দাবি জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গতকাল সিটি করপোরেশনের বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদে খতিব ও ইমামদের মাঝে মাসিক সম্মানীর চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এসব কথা বলেন। গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মিল-কারখানা ও মার্কেট খুলে দেওয়ার কারণে এ জায়গায় প্রতিদিনই শত শত করোনা রোগী বেড়ে যাচ্ছে। ঈদের সময় গার্মেন্ট ছুটি থাকে ১০ থেকে ১৫ দিন।

অন্তত সেই ১৫ দিনও যদি আমরা শতভাগ লকডাউনে যেতে পারি তাহলে আমরা কোন জায়গায়, কোন অবস্থায় এ ভাইরাসটি আছে  সেটা আমরা দেখতে পারব। সেজন্য আমরা চাই আমাদের প্রত্যেক নাগরিক যেন এটা মেনে চলে।

এর আগে মেয়র আলেমদের মাঝে চেক বিতরণপূর্ব বক্তৃতায় বলেন, দল-মত নির্বিশেষে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সিটি করপোরেশনের ২৬০০ মসজিদে সামান্য মাসিক সম্মানী ভাতা চালু করেছি, যাতে ২৬০০ আলেম পরিবার ভালো থাকতে পারে।

সর্বশেষ খবর