রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা
প্রধানমন্ত্রীর নির্দেশ

চমেক হাসপাতালে করোনা রোগী ভর্তি এ সপ্তাহেই

রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম

অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে। হাসপাতালটির একাংশকে কভিড-১৯ বা করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চালুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গতকাল আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা চালু করার জন্য অনুরোধ জানালে প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁর মুখ্যসচিব আহমেদ কায়কাউসকে নির্দেশনা দেন। এর আগে ১১ মে এ ব্যাপারে চট্টগ্রাম থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান প্রধানমন্ত্রীকে অনুরোধপত্র দেন। এতে করোনা চিকিৎসায় একই ছাদের নিচে ‘মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা’ প্রদানের গুরুত্ব উল্লেখ করে বলা হয়, হাসপাতালটির ৩০ শয্যার একটি ‘আইসোলেশন ইউনিট’ প্রস্তুত এবং আরও ১০০ শয্যা চালু করার মতো প্রস্তুতি রয়েছে। পাঁচটি ডায়ালাইসিস মেশিন স্থাপনসহ কিডনি ও হৃদরোগীদের চিকিৎসারও প্রস্তুতি রয়েছে। এমন অবস্থায় গত বৃহস্পতিবার ৫০ লাখ পরিবারকে ‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার’ আড়াই হাজার টাকা করে নগদ অর্থসহায়তা কার্যক্রম শুরুর সময় চমেক হাসপাতালে চিকিৎসার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। প্রধানমন্ত্রী এ ব্যাপারে তৎক্ষণাৎ নির্দেশনা দিলে মুখ্যসচিব বিষয়টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে জানান। গতকালই আসে অফিস আদেশ। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, জনস্বার্থেই প্রধানমন্ত্রীর এ নির্দেশনায় চট্টগ্রামে করোনা চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বৃহৎ এ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. হুমায়ুন কবির করোনা চিকিৎসা শুরুর আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যত শিগগির সম্ভব করোনা রোগীর চিকিৎসা শুরু হবে। তবে রোগী ভর্তির মতো পরিবেশ তৈরিতে প্রাথমিকভাবে অন্তত এক সপ্তাহ লাগতে পারে। উল্লেখ্য, চমেকে করোনা চিকিৎসা শুরুর ওই নির্দেশনাপত্রে কিডনি, ক্যান্সারসহ অন্যসব রোগের চিকিৎসাসেবা অব্যাহত রাখার ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং কোনো রোগী যাতে হাসপাতাল থেকে ফিরে যেতে বাধ্য না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর