শিরোনাম
রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

দেবেশ রায়ের মৃত্যুতে সাহিত্যাঙ্গনজুড়ে শোকের ছায়া

কলকাতা প্রতিনিধি

দেবেশ রায়ের মৃত্যুতে সাহিত্যাঙ্গনজুড়ে শোকের ছায়া

দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক দেবেশ রায়ের মৃত্যুতে পশ্চিমবঙ্গের সাহিত্যাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দেবেশ রায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বাংলাদেশের পাবনায় জন্ম নিয়েছিলেন তিনি। প্রবাদপ্রতীম  এই সাহিত্যিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিবঙ্গের কবি জয় গোস্বামী, সুবোধ সরকারসহ অনেক সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। দেবেশ রায়ের প্রথম প্রকাশিত গ্রন্থ ছিল ‘যযাতি’। একসময়ে বহু সাহিত্য পত্রিকার সম্পাদনাও করেছেন তিনি। ‘তিস্তাপারের বৃত্তান্ত’ উপন্যাসের জন্য তিনি ১৯৯০ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে আরও রয়েছে ‘লগন গান্ধার’ ‘মানুষ খুন করে কেন’ ‘বরিশালের যোগেন মন্ডল’ ‘মফস্বলী বৃত্তান্ত’ ‘সময় অসময়ের বৃত্তান্ত’ প্রভৃতি। এছাড়াও তিনি লিখেছেন বহু ছোটগল্প। তার মধ্যে উল্লেখযোগ্য সংকলন ‘দেবেশ রায়ের ছোটগল্প’ ‘স্মৃতিহীন বিস্মৃতিহীন’। গল্প ও উপন্যাস ছাড়াও গবেষণামূলক বহু প্রবন্ধে বিশেষ অবদান রয়েছে দেবেশ রায়ের। প্রবন্ধ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘উপনিবেশের সমাজ ও বাংলা সাংবাদিক গদ্য’ ‘উপন্যাসের নতুন ধরনের খোঁজে’ ‘রবীন্দ্রনাথ ও তাঁর আদি গদ্য’ ‘শিল্পের প্রত্যহে’ ‘সময় সমকাল’ প্রভৃতি।  দেবেশ রায়ের মতো একজন অভিভাবক হারানোয় লেখক ও পাঠক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর