রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

গাজীপুরে বেতন দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শতভাগ বেতন-ভাতা পরিশোধের দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ, কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে। এ সময় দুটি কারখানার শ্রমিকরা ঢাকান্ডময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটির টেক নগরপাড়ার আলফা ড্রেস পোশাক কারখানার শ্রমিকরা কয়েক দিন ধরে কর্তৃপক্ষের কাছে তাদের এপ্রিল মাসের বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েও শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করায় তাদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গতকাল সকালে ওই কারখানার শ্রমিকরা এপ্রিল মাসের বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানা গেটে এসে জড়ো হয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর