রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

করোনায় যা-ই ঘটুক সঠিক তথ্য প্রকাশ করতে হবে

-খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, করোনায় দেশে যা-ই ঘটুক না কেন তথ্যটা সঠিক প্রকাশ করতে হবে। সঠিক তথ্য প্রকাশ করা না হলে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে না। তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে সরকার প্রথম থেকেই তথ্য গোপন করছে। সরকার যে তথ্য দিচ্ছে তা রোগকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, রোগীকে নিয়ন্ত্রণ করার জন্য।  ড. মোশাররফ গতকাল বিএনপি কমিউনিকেশন সেল থেকে ফেসবুক লাইভে ‘প্রাসঙ্গিক সংলাপ’-এর প্রথম দিনে অংশ নিয়ে মন্তব্য করছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেলের প্রধান সম্পাদক সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। ‘প্রাসঙ্গিক সংলাপ’ সম্পর্কে জহির উদ্দিন স্বপন বলেন, প্রচলিত তর্কবিতর্কের বাইরে গণতান্ত্রিক রাজনীতিতে এই সংলাপ ভিন্নমুখী নতুন একটি উদ্যোগ। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই-ই প্রথম এ রকম আয়োজন করল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর