শিরোনাম
সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

ফের বিচ্ছিন্ন হলো চট্টগ্রাম নগরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফের বিচ্ছিন্ন হলো চট্টগ্রাম নগরী

করোনাভাইরাস মোকাবিলায় চট্টগ্রাম মহানগরীকে ফের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। গতকাল সন্ধ্যা থেকে নগরীতে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। কেউ তা অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, নগরীর বিভিন্ন প্রবেশ মুখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি সেবার নিয়োজিত গাড়ি ছাড়া কোনো গাড়িকে নগরীতে প্রবেশ কিংবা বের হতে দেওয়া হবে না। অনির্দিষ্টকাল পর্যন্ত এটা কার্যকর থাকবে।’ জানা যায়, গতকাল দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ৫১৪ জন করোনা রোগী চিহ্নিত হয়েছে চট্টগ্রাম মহানগর এলাকায়; যা চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর ৭২ শতাংশ। এমন অবস্থায় কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএমপি। গতকাল সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নগরীতে কোনো গাড়ি কিংবা ব্যক্তি প্রবেশ ও বের হতে পারবে না। তা নিয়ন্ত্রণ করতে নগরীর পাঁচ প্রবেশ মুখে চেকপোস্ট জোরদার করা হচ্ছে। জরুরি সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন এ নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

 এ ছাড়া যথাযথ কারণ ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহন নগরীতে প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত ৬ এপ্রিল নগরীর পাঁচ প্রবেশপথে তল্লাশি চৌকি বসিয়ে নগরে মানুষের প্রবেশ ও নগর থেকে বাইরে যাওয়া বন্ধে উদ্যোগ নেয় সিএমপি। কিন্তু পরবর্তী সময়ে তা শিথিল হয়ে পড়ে।

সর্বশেষ খবর