সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

জাকাতের কাপড় ক্রয়ে আগ্রহ নেই রংপুরের ধনীদের

২ লাখ দরিদ্রের নতুন কাপড় থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

এবার ঈদে জাকাতের কাপড়ে আগ্রহ কম রংপুরের ধনীদের। প্রতি বছর ২০ রমজানের মধ্যে রংপুরে কয়েক কোটি টাকার জাকাতের কাপড় বিক্রি হলেও এবার অনেক ব্যবসায়ী জাকাতের কাপড় নিয়ে হাতগুটিয়ে বসে আছেন। বিগত বছরগুলোর তুলনায় ১০ ভাগের একভাগও বিক্রি হয়নি জাকাতের কাপড়। অনেকে মনে করছেন করোনা দুর্যোগের কারণে দুই মাসের বেশি সময় এ অঞ্চলের কয়েক লাখ মানুষ কর্মহীন। তাদের খাদ্য সহায়তাসহ বিভিন্নভাবে সহায়তা করেছেন ধনী ব্যক্তিরা। তাই ঈদে ওইসব ধনীর এবার জাকাতের কাপড়ে খুব একটা আগ্রহ নেই। আবার অনেকে মনে করছেন করোনা দুর্যোগে আয় কমে যাওয়ায় ধনীরা এবার জাকাতের কাপড় ক্রয়ে অনীহা প্রকাশ করছেন। ফলে এবার এ অঞ্চলের দুই লাখ দরিদ্র মানুষ ঈদে জাকাতের কাপড় থেকে বঞ্চিত হবেন, এমনটাই শঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, গোল্ডেন টাওয়ার বিপণিবিতান, রজনীগন্ধা, শাহ আমানত, সিটি প্লাজা, মতি প্লাজা বিপণিবিতানগুলো ছাড়া বড় বড় কাপড়ের দোকানে প্রতি বছর ১০ কোটি টাকার জাকাতের কাপড় বিক্রি হতো। করোনা দুর্যোগে এবারের চিত্র একেবারে ভিন্ন। কোনো দোকানেই জাকাতের কাপড়ের বেচাকেনা নেই বললেই চলে। জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী আবিদ হোসেন বলেন, ঈদ উপলক্ষে এ মার্কেটে শুধু রংপুরের মানুষ নয়, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, গাইবান্ধার  মানুষ ভিড় করত। জাকাতের কাপড়ও বিক্রি হতো বেশি। কিন্তু এবার বাইরের কোনো ক্রেতা নেই। পাশাপাশি জাকাতের কাপড়ের বিক্রিও নেই। ফলে ব্যবসায়ীরা অনেকটা বিপাকে পড়েছেন।

নগরীর জিএলরায় রোডের শেখ ব্রাদার্সের মালিক সামছুজোহা ডিএম বলেন, প্রতি বছর জাকাতের কাপড় যে পরিমাণ বিক্রি হতো এবার তার ১০ ভাগের একভাগে নেমে এসেছে। বিক্রি নেই বললেই চলে।  তিনি জানান, করোনার কারণে ধনীদের আয় কমে যাওয়ায় তারা এবার গরিবদের কাপড় দিতে আগ্রহ কম দেখাচ্ছেন বলে তিনি মনে করেন।

এ প্রসঙ্গে রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন জানান, প্রায় দুই মাসের করোনা দুর্যোগে এ অঞ্চলের কয়েক লাখ মানুষ বেকার অবস্থায় আছে। সরকারের পাশাপাশি ধনী ব্যক্তিরা তাদের খাদ্যসহ অন্য সামগ্রী অনুদান দিয়েছেন। এ কারণে হয়তো অনেকে গরিবদের জাকাতের কাপড় দিতে আগ্রহ প্রকাশ করছেন না।

সর্বশেষ খবর