সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

সাবেক এমপি মমতাজ বেগমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

সাবেক এমপি মমতাজ বেগমের ইন্তেকাল

মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক এমপি এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম (৭৪) আর নেই। শনিবার দিবাগত রাতে ঢাকার ভূতের গলির বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কয়েক দিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি জ্যেষ্ঠ আইনজীবী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ রেজাউর রহমানের স্ত্রী। গতকাল বাদ জোহর ঢাকার ভূতের গলি মসজিদে জানাজা শেষে মমতাজ বেগমকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, সচিব কাজী রওশন আক্তারসহ রাজনীতিবিদ ও মন্ত্রিসভার সদস্যরা। মমতাজ বেগম ভাষা আন্দোলন ও ছয় দফা আন্দোলনে অংশগ্রহণ করেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানসহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত ও নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসনের জন্য ‘নারী পুনর্বাসন বোর্ড’ গঠিত হয়। মমতাজ বেগম সেই বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ খবর