সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

ভার্চুয়াল কোর্টে জামিন মেলেনি বালিশকান্ডের ঠিকাদার শাহাদাতের

নিজস্ব প্রতিবেদক

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ভবনের আসবাব ও অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে কেনা সংক্রান্ত দুই মামলায় ঠিকাদার সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের মালিক শাহাদত হোসেনকে জামিন দেয়নি ভার্চুয়াল হাই কোর্ট। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল বেঞ্চ জামিন আবেদন খারিজ করে আদেশ দেয়। গতকাল সারা দেশে ভার্চুয়াল আদালতে চার হাজার ৬৬৪টি জামিন আবেদনের শুনানি নিয়ে তিন হাজার ৪৪৭ আসামির জামিন মঞ্জুর করেছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র  মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বালিশকান্ডের ঘটনায় আসামি শাহাদাতের জামিন আবেদনের পক্ষে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত শুনানিতে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ এবং দুদকের আইনজীবী ফজলুল হক শুনানি করেন।

পরে ফজলুল হক জানান, গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় এ দুটি মামলা হয়েছে। বশির উল্লাহ বলেন, পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ভবনের কিছু সামগ্রী যেমন বালিশসহ অন্যান্য আসবাবপত্র উত্তোলন নিয়ে দুদক দুটি মামলা করেছিল। সেই দুই মামলায় ঠিকাদার শাহাদাত হোসেন জামিন চেয়েছেন। আদালত জামিন দেননি। এর আগেও তারা নিয়মিত বেঞ্চে আবেদন করেছিলেন তখনো জামিন হয়নি।

নিম্ন আদালতে ৩ হাজার ৪৪৭ আসামির জামিন : সুপ্রিম কোর্ট জানায়, গতকাল সারা দেশের ভার্চুয়াল আদালতগুলোতে চার হাজার ৬৬৪টি জামিন আবেদনের শুনানি হয়েছে। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে তিন হাজার ৪৪৭ আসামির জামিন মঞ্জুর হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৪২ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩১ জন, রংপুর বিভাগে ৩৪২ জন, বরিশাল বিভাগে ১৭০ জন, রাজশাহী বিভাগে ৩১২ জন, খুলনা বিভাগে ৫৯০ জন, সিলেট বিভাগে ৩৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩৮ জন জামিন পেয়েছেন গতকাল। এ ছাড়া দেশের শিশু আদালতে ৫৮ জন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১১১ জন জামিন পেয়েছেন।

সর্বশেষ খবর