মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

করোনার ভয় নেই ঈদ বাজারে, বন্ধ হচ্ছে আজ

বরিশাল

রাহাত খান, বরিশাল

বরিশালের ঈদবাজার থেকে করোনাভীতি উধাও হয়ে গেছে। নতুন পোশাকসহ ঈদপণ্য বেচা-কেনার আনন্দে চাপা পড়েছে ক্রেতা-বিক্রেতার করোনাভীতি। যে করোনা সংক্রমণ এড়াতে সারা বিশ্ব সতর্কাবস্থায়, বিভিন্ন দেশ লকডাউন, গণপরিবহন চলাচল বন্ধ, সেই করোনাভীতি একেবারেই উবে গেছে বরিশালের ঈদবাজারে। স্বাস্থ্যবিধির কিছুই মানছেন না ক্রেতা-বিক্রেতারা। এমনকি শিশু এবং বয়স্কদেরও ঈদের কেনাকাটায় নিয়ে আসছেন পরিবারের অন্যান্য সদস্যরা। স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত হওয়ায় এবারের ঈদে ঘরে ঘরে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে ঈদবাজারে হাজারও মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে নগরীতে কাজ করছে জেলা প্রশাসনের ৪টি ভ্রাম্যমাণ আদালত। তারা মাইকিং করে ক্রেতা-বিক্রেতাকে সতর্ক করেছেন। জরিমানাও করছেন। অপরদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় ফের দোকান-মার্কেট বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান-মার্কেট খোলার। কিন্তু বরিশালে কেউ স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না। গতকালও পুরনো চিত্র দেখা গেছে নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র চকবাজারের। দোকান-মার্কেটের সামনে হাতধোয়ার ব্যবস্থা, জীবানুনাশক স্প্রে, ব্লিচিংযুক্ত পাপোস ও হ্যান্ড স্যানিটাইজার এবং ক্রেতার জন্য মাস্ক পরাসহ শারীরিক দূরত্ব এড়িয়ে চলার নির্দেশনা থাকলেও বাস্তবতা ভিন্ন। ক্রেতারা মাস্ক ব্যবহার করলেও শারীরিক দূরত্ব নেই কোথাও। গা ঘেঁষে, গাদাগাদি করে এমনকি গায়ে ধাক্কা লাগিয়েও পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা।

 অনেকেই সঙ্গে করে নিয়ে আসেন শিশুদের।বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, সীমিত পরিসরে মার্কেট খোলার সুুযোগ দিলেও ক্রেতা-বিক্রেতা কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। এ কারণে মার্কেট চালু রাখা সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসন আজ ১৯ মে থেকে বরিশালের ঈদ মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর