মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

নরসিংদীতে সেনাবাহিনীর সম্প্রীতির বাজার

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় রায়পুরা কলেজ মাঠে অসহায়, দুস্থ এবং নিম্নআয়ের পরিবারকে সহায়তার জন্য ‘সম্প্রীতির বাজার’ নামে একটি বাজার চালু করা হয়। আইএসপিআর জানায়, এ বাজারের মাধ্যমে রায়পুরা এবং বেলাবো উপজেলার ১০০০ অসহায়, দুস্থ এবং নিম্নআয়ের পরিবারকে সাহায্য দেওয়া হয়। এ বাজারে উল্লিখিত পরিবারসমূহকে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে মাস্ক, চাল, শুষ্ক খাদ্যসামগ্রী (ডাল, আটা, লবণ ও নুডলস), বিভিন্ন প্রকার সবজি এবং কৃষিবীজ বিনামূল্যে বিতরণ করা হয়। সেনাবাহিনীর সরাসরি পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে দুস্থদের খাদ্য সহায়তার পাশাপাশি প্রান্তিক সবজিচাষীদের কাছ থেকে বিপুল পরিমাণ সবজি ন্যায্যমূল্যে ক্রয় করা হয়।

 এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। কর্মসূচিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নরসিংদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর