মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান নিয়ে রিজভীর প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনা মহামারী প্রতিরোধে ‘ব্যর্থ’ সরকার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। রিজভী আহমেদ বলেন, প্রতিদিন ৯০০ থেকে ১২০০ লোক আক্রান্ত হচ্ছে। ১৫ থেকে ২০ জন মারা যাচ্ছে। এই হলো ঘটনা। এটা কি সঠিক তথ্য, এটা কি সঠিক পরিসংখ্যান? বিশেষজ্ঞরা বলছেন, এর চাইতে ১০ থেকে ৪০ গুণ লোক আক্রান্ত হচ্ছে। রিজভী গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের উদ্যোগে গুমন্ডখুনে নির্যাতিত ছাত্রদলের পরিবারের সদস্যদের ঈদ উপহার অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে রিজভী ছাত্রদলের নির্যাতিত ২৭টি পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন। চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, চিনি, সেমাই, গুঁড়া দুধ, নুডলসসহ ১২টি আইটেম রয়েছে এ উপহারসামগ্রীতে।

মুক্তাদির হোসেন তরুর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতা আমিনুল হক, তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, রওনকুল ইসলাম শ্রাবণ, হাফিজুর রহমান হাফিজ, জাকির হোসেন, ওমর ফারুক কাওসার, আমিনুর রহমান আমিন, সাইফ মাহমুদ জুয়েল, আবদুস সাত্তার পাটোয়ারী, মো. সাইদুর রহমান সোহেল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বায়জিদ প্রধান, মহানগরীর এনামুল হক, এম এ গাফফার, আপেল মাহমুদ প্রমুখরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ধানমন্ডির শঙ্করে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের উদ্যোগে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেন রিজভী। এ সময় দলের সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, স্থানীয় নেতা ওসমান গনি শাহজাহান, মোহাম্মদ ইউনুস, জামাল হোসেন টুয়েল, এস এম খায়রুল বাশার মুক্তি, কল্পনা আখতার, আকরামুজ্জামান, নাসিরউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা করতে গিয়ে মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে রিজভী বলেন, আপনারা একটু পিজি হাসপাতালে গিয়ে দেখবেন মানুষ ঘণ্টার পর ঘণ্টা এই প্রখর রোদে, এই ভয়ঙ্কর দাবদাহের মধ্যে, এই রমজানের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে করোনা টেস্টের জন্য।

সর্বশেষ খবর