মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

জামিনের চেষ্টা করছে অর্থ কেলেঙ্কারি মামলার আসামিরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ভার্চুয়াল কোর্টে জামিনের চেষ্টা করছে অর্থ আত্মসাৎ মামলার বড় অপরাধীরা। গত দুদিনে কারাগারে থাকা খুলনা সহকারী কর কমিশনার ও জেলা পরিষদের প্রধান সহকারীর জামিন আবেদন না-মঞ্জুর হয়েছে। আইনজীবীরা বলছেন, করোনা পরিস্থিতিতে কাজে লাগিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছেন আসামিরা। জানা যায়, কর দাতাদের ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪২৯ টাকা আত্মসাতের মামলায় খুলনার সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ গতকাল মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে (ভার্চুয়াল কোর্ট) জামিনের আবেদন করেন।

২০১৯ সালের ১৬ অক্টোবর গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। এর আগে রবিবার ৪৯ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা আত্মসাতের মামলায় কারাগারে থাকা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। জেলা পরিষদের দরপত্র বিক্রি, দৌলতপুর মহেশ্বরপাশা খেয়াঘাট ইজারা ও ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ১৩ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় মিজানুর রহমানকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর