মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

বাড়িতে মশার প্রজননস্থল পাওয়া গেলেই মামলা

মন্ত্রীর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জমিয়ে রাখা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। এটি স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকিস্বরূপ। বারবার বলার পরও কারও বাড়িতে যদি এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে গ্রেফতার করে যেসব মামলা দেওয়া যায় সেগুলো দেওয়া হবে। রাজধানীর বারিধারা এলাকায় এডিস মশা নিধনে গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিরুনি অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই প্রমুখ। তাজুল ইসলাম আরও বলেন, এডিস মশা আমাদের আবাসিক-অনাবাসিক ভবনে জন্ম নেয়। বিশেষ করে নির্মাণাধীন ভবন বড় হুমকি। ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে সবাইকে বিষয়টি জানিয়েছি। জমিয়ে রাখা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। এটি স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকিস্বরূপ। ডিএনসিসি আপনাদের সতর্ক করে গেছে। এর পরও নির্মাণাধীনসহ বিভিন্ন ভবনে যদি মশা প্রজননের ক্ষেত্র চিহ্নিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মেয়র আতিকুল ইসলাম বলেন, এডিস মশার প্রজননের জন্য ৫২ শতাংশ ঝুঁকি হাইরাইজ বিল্ডিং। ২৫ শতাংশ নির্মাণাধীন বিল্ডিং। আজ যারা ভবন নির্মাণ করছেন, তিনি হয়তো অনেক টাকা ও ক্ষমতার মালিক। কিন্তু তাদের অসতর্কতার কারণে আমরা সবাই ঝুঁকিতে পড়ে যাচ্ছি। তিনি আরও বলেন, আমরা অর্থদ- দিলাম, কারাদ- দিলাম। এর পরও অনেকেই বিষয়টি সিরিয়াসলি নিচ্ছেন না। এখন সময় এসেছে সমাজে তাদের হেয় প্রতিপন্ন করার। আপনারা এতবড় বিল্ডিং বানাচ্ছেন, কিন্তু মশার কারখানা বন্ধ করছেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর